সকল মেনু

নেত্রকোণায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোণায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শুক্রবার মহিলা পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, উদীচী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।বিকাল ৪টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের
সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেরা মহিলা পরিষদের সম্পাদক রেহেনা সিদ্দিকী, জেলা উদীচীর সম্পাদক নিলম বিশ্বাস রাতুলসহ অন্যরা।জেলা ছাত্র ইউনিয়ন বিকালে সাতপাই এলাকার সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।সিতাংশু বিকাশ আচার্য্য তার বক্তব্যে নেত্রকোণাসহ দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার ও দেশপ্রেমিক জনগনের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top