সকল মেনু

সাংসদরা শপথ নিচ্ছেন

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৯ জানুয়ারি:  শপথ নিচ্ছেন দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদরা। বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার দুপুরে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।গেজেটে নেই যশোর-১ ও যশোর-২ আসনের ফলাফল। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশন এ দুই আসনের ফলাফল স্থগিত করেছে। এ ছাড়া সহিংসতার কারণে স্থগিত আটটি আসনের ফলাফলও এই গেজেটে প্রকাশ হয়নি। সবমিলিয়ে গেজেট প্রকাশ হয়েছে ২৯০ আসনের।গেজেট অনুযায়ী সংসদে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং তরিকত ফেডারেশন, বিএনএফ ও জেপি একটি করে আসন পেয়েছে।সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিসভা গঠন এবং তাদের শপথের উদ্যোগ নেওয়া হবে। তবে কবে মন্ত্রিসভা গঠন হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।  দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হন ১৩৯ জন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top