সকল মেনু

ইন্টারনেটযুক্ত টুথব্রাশ বাজারে এল

 আফিফা জামান, ঢাকা, ৮ জানুয়ারি :  আপনি যখন সাধারণ কোনো টুথব্রাশ ব্যবহার করেন, তখন কখনোই জানতে পারেন তা আপনার দাঁত কতটা পরিষ্কার করেছে। তবে তা সত্যি কতটা পরিষ্কার করে, এটা একমাত্র ডেন্টিস্টই বলতে পারবেন। কিন্তু এবার টুথব্রাশ নিজেই হিসাব করবে সে কতটা দাঁত পরিষ্কার করেছে।
বিশ্বে এই প্রথম এ ধরনের একটি ব্রাশ বাজারে এনেছে বিল নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। এই ব্রাশে আবার যুক্ত থাকবে ইন্টারনেট। ৫ জানুয়ারি ফ্রান্সভিত্তিক কনজিউমার ইলেকট্রনিকস শোর প্রদর্শনী অনুষ্ঠানে এর আত্মপ্রকাশ ঘটে।
এই টুথব্রাশে একটি সেন্সর রয়েছে, যা দাঁতে কী পরিমাণ ময়লা আছে, তা শনাক্ত করে অপসারণ করবে। এবং পরিষ্কারের কার্যক্রমও রেকর্ড করবে। যার ফলে ব্যবহারকারীরা প্রতিটা সময় সুসংগতভাবে দাঁত পরিষ্কার করতে পারবেন। আর এই ডিভাইসে স্মার্টফোনের অ্যাপ্লিকেশন থাকবে, যার মাধ্যমে দাঁত কতটা পরিষ্কার হয়েছে, তা জানা যাবে।
ইন্টারনেটযুক্ত এই টুথব্রাশের দাম পড়বে রকমভেদে ৯৯ থেকে ২০০ ডলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top