সকল মেনু

১৫ জানুয়ারি ক-ইউনিটে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার

 ক্যাম্পাস প্রতিবেদক, ঢাবি, ৮ জানুয়ারি :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভূক্ত ক-ইউটিটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাৎকার আগামী ১৫জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তরের পরিচালক জনাব আশরাফ খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নির্ধারিত আসনে ‘মুক্তিযোদ্ধা কোটায়’ ভর্তিচ্ছু আবেদনকারীদে প্রাথমিকভাবে বিভাগ বন্টনের বিষয় বিবেচনার জন্য এক থেকে দশ হাজার পর্যন্ত মেধাক্রম প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১৫ জানুয়ারি সকাল ১০:০০টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীকে যা যা আনতে হবে- (১) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, (২) এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার মূল গ্রেডশিট এবং (৩) বিষয় নির্ধরণী ফর্ম যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে (ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম; শিক্ষার্থীর বিভাগ/বিষয়ের পছন্দক্রম ফরম) তার ডাউনলোডকৃত কপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top