সকল মেনু

কোটালীপাড়ায় মনোজ্ঞ বাউল সংগীতের আসর

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বাউল শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ বাউল সংগীত আসর অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কোটালীপাড়া কেন্দ্রী গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব উপলক্ষে এ বাউলদের মেলা বসে। এ বাউল সংগীতের আসরে বাউল মনি ঠাকুর , রশীক সরকার , শীতল বালা , উত্তম বাউল , সাবিনা , পলাশ দেওয়ান সহ অর্ধশতাধিক বাউল শিল্পী সংগীত পরিবেশন করে আগত হাজার হাজার পাগল ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মেলা প্রাঙ্গনে দুইটি প্যান্ডেল করে এই বাউলদের আসর বসে।অপর দিকে বার্ষিক মহোৎসবে ঢাক-ঢোল-কাঁশি বাজিয়ে আগত হাজার হাজার পাগল ভক্তের উদ্যোশেকোটালীপাড়া কেন্দ্রীয় গনেশ পাগল সেবাশ্রম পরিচালনা কমিটি একটি শুভেচ্ছা মঞ্চ তৈরি করে।শুভেচ্ছা মঞ্চে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মোল্লা, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস,কোটালীপাড়া কেন্দ্রীয় গনেশ পাগল সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস, সহকারী অধ্যাপক কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সর্বানন্দ বৈদ্য, সেবাশ্রম পরিচালনা কমিটির সদস্য সুভাষ চন্দ্র বালা, সুখরঞ্জন হীরা প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। দিন ব্যাপী এ অনুষ্ঠানে আগত পাগল ভক্তবৃন্দ পাগলের প্রসাদ গ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top