সকল মেনু

‘সিইএস’ আগামী প্রযুক্তির মেলা শুরু

 মেহেদি হাসান, ঢাকা, ৭ জানুয়ারি :  যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘আগামী দিনের প্রযুক্তি নিয়ে মেলা ‘সিইএস’। ইলেকট্রোনিক্স পণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্র্রোনিক্স শো এটি। সংক্ষেপে সিইএস নামক এই মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১৯৬৭ সালে নিউইয়র্ক সিটিতে সর্বপ্রথম আয়োজন করা হয় এই মেলার। গত ৪৬ বছরে যা পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে। আর বছরের শুরুতেই এই প্রদর্শনীর পণ্যগুলো যেন সারা বছরের প্রযুক্তি বাজারের হেডলাইন হিসেবেই থেকে যায়। ৪৭তম এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির আগামী দিনের প্রযুক্তিপণ্য দেখানো হবে। ট্যাবলেট, স্মার্টফোন ও পার্সোনাল কম্পিউটার ছাড়াও এমন সব পণ্য মেলায় থাকবে, যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত। থাকবে দরজা লাগানোর জন্য ওয়াই-ফাই প্রযুক্তি ও সেন্সর সমৃদ্ধ এমন তালা, ঘরে ঢোকা বা ঘর থেকে বের হওয়ার সময় যা স্মার্টফোন দিয়েই তালা বন্ধ ও খোলার কাজটি করা যাবে। থাকছে আকর্ষণীয় ব্রেসলেট বা গলার হার, যাতে রয়েছে সেন্সর। এসব পরিধেয় প্রযুক্তি ব্যবহারকারীর কার্যক্রম ও স্বাস্থ্যের খোঁজখবর রাখবে৷ অত্যাধুনিক টেলিভিশন প্রযুক্তির প্রদর্শনী হিসেবে সিইএস মেলার খ্যাতি রয়েছে৷ এবারের মেলায় সর্বাধুনিক আল্ট্রা এইচডি টেলিভিশনের দেখাও পাওয়া যাবে৷ থাকবে থ্রিডি প্রিন্টারও। কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে কী প্রদর্শিত হয়, এমন প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন আসে, এতে কী প্রদর্শিত হয় না? এবারের মেলায় চালকহীন বিমান ড্রোন থেকে শুরু করে দূরনিয়ন্ত্রিত বিভিন্ন পণ্যও থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top