সকল মেনু

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ৫৩১- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ জানুয়ারি :  দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে নাশকতায় ৫৩১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ক্ষতিগ্রস্ত ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ফায়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে আজ মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান। নাহিদ বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪১৯টি, উচ্চ বিদ্যালয় ৮২টি, মাদ্রাসা ২১টি এবং কলেজ ৯টি। প্রাথমিকভাবে আমাদের হাতে এ তথ্য আছে। আরো বিস্তারিত তথ্য আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো। শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে আগামী ১৩ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top