সকল মেনু

করণীয় কিডনি সুস্থ রাখতে

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৬ জানুয়ারি:  কিডনি সুস্থ আছে কিনা তা নিশ্চিত হবার ওপর নির্ভর করছে মানুষের বাকি জীবনের কর্মতৎপরতা ও সুস্থতা।

ব্রিটেনের এক স্বাস্থ্য জরিপে দেখা গেছে, প্রতি ৬ জনে ৫ জন মানুষ চিকিৎসকদের এই মনোভাবের উপর আস্থাশীল।  কিডনি  বিশেষজ্ঞ ড. মার্ক থমসন জানান, সময়মত চিকিৎসা ও যত্ন নিলে প্রতি ৪ জনে ৩ জন কিডনি রোগী সুস্থ জীবনের অধিকারী হতে পারেন।

ব্রিটিশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার এক্সেলেন্স জানায়, প্রতিদিন পর্যাপ্ত পানি ও ফলমূলের রস পান নিজেকে সুস্থ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত মূত্র ও রক্ত পরীক্ষাও করানো দরকার।

চিকিৎসকদের পরামর্শ অনুসারে জীবন যাপন করে ব্রিটেনে কমপক্ষে ১২ হাজার কিডনি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। অর্থ অপচয় থেকে রক্ষা পেয়েছে কয়েক কোটি পাউন্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top