সকল মেনু

সাকিব ‘শো’প্রথম ম্যাচেই

 স্পোর্টস ডেস্ক, ঢাকা, ৫ জানুয়ারি : ব্যাট ও বল হাতে অ্যাডিলেডে জ্বলে উঠেছে সাকিব আল হাসান। ৩০ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে মাত্র ২১ রানে নেন ২ উইকেট। রোববার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়ান টি-২০ ক্রিকেট লিগ বিগ ব্যাশে নাম লেখান সাকিব আল হাসান। টসে জিতে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেন। জবাবে ইনিংসের শেষ ওভারে সিডনি সিক্সার্স ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করেন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। এরপর ক্রিজে এসে সাকিব তার ব্যাটিং ঝলক দেখান। ৩০ বলে ৩ চার ও ২ ছয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খাদের কিনারা থেকে টেনে তোলন। তার সঙ্গে ছিলেন নাথান রেয়ারডন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে। সহজ লক্ষে ব্যাটিং করতে নেমে সাকিব বল হাতে হেরনিকিউস (২৬) ও লাম্বকে (৫৪) সাজঘরে পাঠান। লাম্ব ৫ ছয় ও ১ চারে ৪১ বলে ৫৪ রান করেন। আক্রমণাত্মক দুই ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েও অ্যাডিলেড জয়ের স্বাদ নিতে পারেনি। সিডনি সিক্সার্সের জয় নিশ্চিত করেন বোপারা। ১৯ বলে ২৩ রান করেন তিনি। সাকিবকে ছাপিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মাইকেল লাম্ব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top