সকল মেনু

নির্বাচিত হলেন যারা

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৫ জানুয়ারি:  কিশোরগঞ্জ-৩ (তাড়াইল- করিমগঞ্জ) আসনে বেসরকারিভাবে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছেন।
আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি   জানান, ১২০টি কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রী চুন্নু (লাঙ্গল) প্রতীক নিয়ে ৭৯৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী ড. মিজানুল হক (হরিণ) প্রতীক নিয়ে ১৬৪৭৪ ভোট পেয়েছেন। কিশোরগঞ্জের ছয়টি নির্বাচনী আসনের অন্য পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে এ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনে মোঃ আফজাল হোসেন, কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন।
নাটোর প্রতিবেদক জানিয়েছেন, নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী জোনায়েদ আহম্মেদ পলক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯১ হাজার ৬২৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট। ঝালকাঠি প্রতিবেদক জানান, ঝালকাঠি-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী বজলুল হক হারুন। তিনি ভোট পেয়েছেন, ৮৮ হাজার ৪৩০ ভোট। প্রতিবেদক জামালপুর জানিয়েছেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৮৬৬ ভোট। নিকটতম স্বতন্ত্রপ্রার্থী আজিজ আহম্মেদ হাসান পেয়েছেন ৫ হাজার ৯৬ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top