সকল মেনু

শ্রীলঙ্কা- পাকিস্তান টেস্ট ড্র

 স্পোর্টস ডেস্ক, ঢাকা, ৪ জানুয়ারি :  ড্র হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আজ শনিবার আবুধাবি টেস্টের চূড়ান্ত দিনে দিনের খেলার ১৫ ওভার অবশিষ্ট থাকতেই দুই দলের অধিনায়কের সম্মতিক্রমে খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার।  শ্রীলঙ্কার ছুড়ে দেয়া ৬৭ ওভারে ৩০২ রানের লক্ষ্যে পাকিস্তান ৫২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। ওপেনার খুররম মানজুরকে ব্যক্তিগত ৮ ও দলীয় ২৪ রানে উইকেটরক্ষক প্রসন্ন জয়বর্ধনের শিকারে পরিনত করেন পেসার সুরঙ্গ লাকমাল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ সাবলিলভাবে খেলে ১০১ রান যোগ করেন দলীয় সংগ্রহে। ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রান করা শেহজাদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। এরপর হাফিজ ও ইউনুস খান জুটি বেঁধে কিছু রান সংগ্রহ করলেও শ্রীলঙ্কার লক্ষ্য আর তাড়া করেননি। শেষ পর্যন্ত দিনের খেলা প্রায় ১৫ অবশিষ্ট থাকতেই দুই অধিনায়কের সম্মতিতে খেলার সমাপ্তি টানেন আম্পায়ারদ্বয়। দিনের শুরুতে ৫ উইকেটে ৪২০ রান নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউজের অসামান্য ব্যাটিং নৈপূণ্যে আরো ৬০ রান যোগের পর অর্থাৎ ৫ উইকেটে ৪৮০ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ম্যাথুউজ তার ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি ব্যক্তিগত সেরা ইনিংসে রুপান্তরিত করে ১৫৭ রানে অপরাজিত থাকেন। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউজ টেস্টের সেরা খেলোয়াড় মনোনীত হন। আগামী ৮-১২ জানুয়ারি দুবাইয়ে এই দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top