সকল মেনু

দেশের ৪ জেলার ছয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৪ জানুয়ারি :  দেশের ৪ জেলার ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো, চট্টগ্রামের সাতকানিয়ায় ২টি, লক্ষ্মীপুরে ২টি, নীলফামারীতে ১টি এবং দিনাজপুরের ১টি। শনিবার রাত নয়টার দিকে নির্বাচন কমিশন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, সারাদেশে ভোটকেন্দ্রগুলো তে ব্যাপক সহিংসতার কারণে ব্যালট পেপার ও বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গেছে। ফলে ওইসব কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করতে পেরে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, যেসব এলাকায় সহিংসতায় ব্যালট পেপার পুড়ে গেছে বা যাবে সেসব এলাকায় ভোট গ্রহণ স্থগিত থাকবে। কারণ হিসেবে তিনি বলেন, পোড়ানো ব্যালট পেপার এই মুহূর্তে নতুন করে ছাপানোর সুযোগ নেই। স্থানীয় নির্বাচন কর্মকর্তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানান তিনি। উল্লেখ্য, এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় দেড়শ’রও অধিক কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রসহ ভোটের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top