সকল মেনু

ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ

ভোট গ্রহণের ৩৬ ঘণ্টা আগে লক্ষ্মীপুর, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় আরো নয়টি কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নির্বাচন ঠেকাতে অবরোধের সঙ্গে বিএনপির হরতাল আহ্বানের পর শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই ভোট কেন্দ্রগুলোতে আগুন দেয়া হয় বলে স্থানীয় পুলিশ জানায়।

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে রোববার ভোটগ্রহণ চলবে। ৩০০ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৭ হাজার ৭০৭টি। তবে ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪৭ আসনের কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, দিনাজপুরে বেশ কয়েকটি ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top