সকল মেনু

৪৮ ঘণ্টার হরতাল চলছে অবরোধের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ জানুয়ারি: অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার ভোর ছয়টা থেকে হরতাল শুরু হয়েছে, চলবে ৬ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ রাখার প্রতিবাদ এবং ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। তিনি বলেন, ‘দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনকে না বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে হ্যাঁ বলুন। আমরা সবাইকে বলছি, রোববার ভোটকেন্দ্র বর্জন করুন। ভোটদানে বিরত থাকুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না, তাদের বিজয় সুনিশ্চিত। এদিকে হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ট্রাকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রল বোমা নিক্ষেপসহ ব্যাপক নাশকতা চালিয়েছে ১৮ দলের নেতাকর্মীরা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি বেশ কিছু এলাকায় ঘটেছে হতাহতের ঘটনাও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top