সকল মেনু

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন শুরু

এসএস মিঠু ,জয়পুরহাট  থেকে :  বৃহস্পতিবার ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক,মাধ্যমিক,এবতেদায়ী,দাখিল ও কারিগরি পর্যায়ে নতুন বছরের বই বিতরন শুরু হয়েছে।সকাল ১১টায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘বই বিতরণ’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান প্রমুখ।

এবার জয়পুরহাট জেলা পাঁচটি উপজেলায় প্রাথমিক,মাধ্যমিক,এবতেদায়ী,দাখিল ও কারিগরি পর্যায়ে প্রায় ১লাখ শিক্ষার্থীর মাঝে ১১লাখ ৭৫হাজার ২৭৩ টি নতুন বই বিতরণ করা হবে।এর মধ্যে ৫২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১লাখ ১হাজার ৭৫৭জন শিক্ষার্থীর জন্য ৪লাখ ৯হাজার ৬২১টি বই রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top