সকল মেনু

অবরোধের সমর্থনে ভোলায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

ভোলা প্রতিনিধি :  অবরোধের সমর্থনে ভোলার ঘুইংগার হাট বাজারে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিএনপিসহ ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির এক তৃতীয়াংশ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশন গামী মেঘনা বাসে সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট বাজার এলাকায় এসে বিকল হয়ে যায়। এসময় যাত্রীরা বাস থেকে নেমে যায়। অবরোধ সমর্থনে তখন একটি বিক্ষোভ মিছিল স্থান ত্যাগ করছিলো। এসময় অবরোধ সমর্থনকারীরা বাসটিকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের এক তৃতীয়াংশ পুড়ে যায়। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, র‌্যাব ও নৌ-বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে সকাল থেকেই ভোলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানচলাচল বন্ধ রয়েছে। এর আগে রাতে ভোলা শহরের বিভিন্ন স্পটে ককটেল বিষ্ফোরণ ঘটায়।
ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) বাসে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top