সকল মেনু

সৈয়দপুরে ট্রাষ্ট টেকনিক্যাল ইনষ্টিটিউট উদ্বোধন করলেন এরিয়া কমান্ডার

মো. আমিররুজ্জামান, নীলফামারী ০১ জানুয়ারি :
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাস এলাকায় যুব সমাজের সার্বিক উন্নয়নের জন্য সেনাসদর, এজি’র শাখা (কল্যাণ ও পূণর্বাসন অধিদপ্তর) এর পৃষ্ঠপোষকতায় ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের অর্থায়নে ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট’র আজ বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে। জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুরের মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন। ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ড্যার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বিপি, এফডব্লিউসি, পিএসসি, কম্পিউটার অফিস এপ্লিকেশন’র শিক্ষার্থী রাবেয়া জাহান প্রমুখ। এই প্রতিষ্ঠানটি কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় ড্রাইভিং কাম অটো মেকানিক্স, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশনিং চারটি শাখায় ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে কোর্স সমূহে সর্বমোট ১১০ জন প্রশিক্ষনার্থী নিবন্ধিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে ট্রেুনিং ইনষ্টিটিউটের উদ্বোধন করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তিগত ও জাতিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top