সকল মেনু

ছাড়া পেলেন শমসের মবিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩১ ডিসেম্বর : প্রায় ছয় ঘণ্টা আটক থাকার পর ছাড়া পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটকাবস্থা থেকে মুক্তি দেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। সেখান থেকে বের হওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন তিনি।

এর আগে দুপুর দেড়টার দিকে দলের বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমাকে আটক করে ডিবি পুলিশ। পরে অবশ্য তাদেরও ছেড়ে দেওয়া হয়।

তবে কি কারণে শমসের মবিন চৌধুরিকে আটক করা হলো আর কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো এবিষয়ে এখনো কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top