সকল মেনু

দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার পাশের হার ৮৮.৯১

মো.নুরুন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি : ‍
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার শতকরা ৮৮ দশমিক ৯১। ১ লাখ ৫৫ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৩৬ জন। ৫০৫টি স্কুলের পাশের হার শতভাগ হলেও ১৬টি স্কুলের কেউই পাশ করেনি।
এবছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় ১ লাখ ৭৪ হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১লাখ ৫৫ হাজার ৪৭৩ জন। পাশের হার শতকরা ৮৮ দশমিক ৯১। ৩ বছরের তুলনায় পাশের হার বেড়েছে শতকরা ৪ দশমিক ০৩ ভাগ। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৭৬ হাজার ১০৩ জন ছাত্র ও ৭৯ হাজার ৩৭০ জন ছাত্রী। এবার জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৮৩৬ জন। এর মধ্যে ৭ হাজার ৮৫৩ জন ছাত্র ও ৭ হাজার ৯৮৩ জন ছাত্রী রয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মজিদ ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান রোববার দুপুর ১টায় সাংবাদিকদের কাছে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। ৩ হাজার ২০টি স্কুলের শিক্ষার্থীরা ২২৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ৫০৫টি স্কুলের শতভাগ পাশের হার হলেও ১৬টি স্কুলের কেউই উত্তীর্ণ হয়নি। নকলের অভিযোগে এবছর ৫৮ জনকে বহিস্কার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top