সকল মেনু

নির্বাচন নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে আইন শৃঙ্খলা সভা

মৌলভীবাজার প্রতিনিধি:
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের বিভিন্ন কমিটি, সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রতিনিধিদের নিয়ে রোববার দুপুরে জুড়ী উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।
সভায় মৌলভীবাজার-০১ আসনের জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য পার্থী আহমেদ রিয়াজ তার বক্তব্যে মৌলভীবাজার-০১ আসনের আওয়ামীলীগের এমপি মো. শাহাবউদ্দিন আহম্মদকে এখন পর্যন্ত পুলিশি সহায়তা দিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ, র‌্যাব-৯ এর কমান্ডিং কর্মকর্তা শামিনুর রহমান, জুড়ীতে নির্বাচনকালিন দায়ীত্বরত সেনাবাহিনীর কর্নেল মোজাম্মেল হোসেন, মৌলভীবাজার-০১ আসনের জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য পার্থী আহমেদ রিয়াজ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মুমিত আসুক প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন- আগামী ৫ জানুয়ারির নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় সেজন্য সব ধরণের কার্যকরি উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top