সকল মেনু

প্রশাসনের অ-ষোষিত বাঁধার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় আজও বিচ্ছিন্ন ভোলা

ভোলা প্রতিনিধি :  ভোলায় আজও লঞ্চ চলাচল করতে পারছে না। প্রশাসনের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটগুলো লঞ্চ শূণ্য হয়ে পড়েছে। যাত্রীরা লঞ্চঘাটে এসে ফিরে যাচ্ছে। এদিকে ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর রুটে ফেরী চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ বাস যোগেও ভোলা থেকে বের হতে পারছে না। ফলে ভোলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লঞ্চ-বাস চলাচল না করায় দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে লঞ্চ মালিক পক্ষের অভিযোগ পুলিশ লঞ্চ চলাচলে বাঁধা দেয়ার কারণে ঘাট থেকে লঞ্চ ছেড়ে যেতে পারছে না। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কোন প্রকার বাঁধা না দেয়ার কথা।
লঞ্চ চলাচল বন্ধ, নাকি স্বাভাবিক এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, প্রশাসনের পক্ষে থেকে কোন প্রকার নিষেধাজ্ঞা নেই। এমনকি তিনি কিংবা তার প্রশাসনের কোন কর্মকর্তা লিখিত অথবা মৌখিক কোন নির্দেশনা প্রদান করেন নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top