সকল মেনু

কনকনে শীত আর ঘন কুয়াশায় পঞ্চগড়ের জন-জীবন বিপন্ন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কনকনে শীত আর ঘন কুয়াশায় জন-জীবন বিপন্ন। ঘন কুয়াশা আর পাহাড়ী ঠান্ডা হাওয়ায় দিশে হারা হয়ে পড়েছে ছিন্ন মূল নিম্ন আয়ের মনুষ। সপ্তাহ ধরে জেগে বসেছে এই শীত। গত চারদিন ধরে সূর্যের দেখা মিলছে না। মাঝে মধ্যে সূর্যের মুখ দেখা গেলেও তেমন কোন গরম আবহাওয়ার প্রভাব নেই। তীব্র শীতের কারণে রক্ষা পেতে পঞ্চগড় জেলার গ্রাম গঞ্জে দরিদ্র ও ছিন্ন মূল মানুষ খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। অন্যদিকে বিএনপি সহ ১৮ দলীয় জোটের টানা অবরোধের কারণে এ বছর কোন দানশীল ব্যক্তি দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সুযোগ পায়নি। ফলে পঞ্চগড় জেলার গ্রাম গঞ্জের দরিদ্র মানুষ গত বছরের চেয়ে এ বছর কন কনে শীতের কষ্টে ভুগছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top