সকল মেনু

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৬ ডিসেম্বর: মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার দেশটির সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।

এই সিদ্ধান্তের ফলে দেশটির সরকার মুসলিম ব্রাদারহুডের সব সম্পদ-সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার পেয়েছে।

গত মঙ্গলবার পুলিশের প্রধান কার্যালয়ে বোমা হামলায় অন্তত ১৩ জন মানুষ নিহত হওয়ার পর সরকার এই ঘোষণা দিল।

এদিকে মুসলিম ব্রাদারহুড বলেছে, এটি মিসরের অবৈধ সরকারের একটি অর্থহীন সিদ্ধান্ত। তারা পুলিশ কার্যালয়ে হামলারও নিন্দা জানিয়েছে।

গতকাল মিসরের উপপ্রধানমন্ত্রী হুসাম মুহাম্মাদ ঈসা রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের পক্ষ থেকে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেন।
তিনি বলেন, মন্ত্রিসভা মুসলিম ব্রাদারহুড দলকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন।

সরকারের পক্ষ থেকে এমন এক সময় এই ঘোষণা এল, যার এক দিন আগে দেশটির মানসুরা শহরে পুলিশের প্রধান কার্যালয়ে বোমা হামলা হয়।

ওই হামলায় অন্তত ১৩ জন মানুষ প্রাণ হারান, আহত হন আরও অনেকে। হামলার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে সরকার।

ঈসা ওই হামলাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করে এমন যেকোনো ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে।

তিনি সে সময় মৃতের সংখ্যা ১৬ জন উল্লেখ করে বলেন, ১৩৯ জনের বেশি আহত হয়েছে।

মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে এর আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

পুলিশ ও সেনা অভিযানে দলটির হাজার হাজার সমর্থক গ্রেফতার হয়েছে।

তবে মুসলিম ব্রাদারহুডের একজন নির্বাসিত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।

বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার এই সিদ্ধান্ত দলটির সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সরকারকে আরও এক ধাপ ক্ষমতা পাইয়ে দিল। দেশটির উপপ্রধানমন্ত্রীও অবশ্য তেমনটাই বলেছেন।

এর আগে মানসুরা শহরে এই হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করতে থাকলে প্রধানমন্ত্রী হাজিম বেবলাওয়ি নিন্দা জানিয়ে বলেন, নিঃসন্দেহে এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

তিনি বলেন, গতকাল যা ঘটেছে তা একটি দেশের জন্য সর্বোচ্চ মাত্রায় সন্ত্রাসী কর্মকাণ্ড, যা বর্ণনা করার মতো নয়।

এদিকে মুসলিম ব্রাদারহুড এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং তারাও এ হামলার নিন্দা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top