সকল মেনু

জয়পুরহাটে বিজিবি’র ২কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস

এসএস মিঠু ,জয়পুরহাট  থেকে  : বৃহস্পতিবার দুপুরে শহরের জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্প মাঠে ৪০হাজার বোতল ফেনসিডিল ও নেশা জাতীয় সাড়ে ১১হাজার অ্যাম্পুল ইনজেকশন সহ আনুমানিক  ২কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে ৩বর্ডার গার্ড ব্যাটালিয়ানÑ বিজিবি।

আটক অন্যান্য মাদক দ্রব্যের মধ্যে ২৯কেজি লুজ( বোতল বিহীন) ফেনসিডিল,৯লিটার মদ,১১৩পিস ইয়াবা ট্যাবলেট,২কেজি গাঁজা,৪৭৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট,৩৫৪গ্রাম হেরোইন রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়পুরহাটের ৩বিজিবি অধিনায়ক লে.কর্নেল খসরু সাব্বির আলী, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর সাইফুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন ।

উল্লেখ্য, গত ৬মাসে জয়পুরহাট জেলা সহ পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর ও নওগাঁর ধামইরহাট উপজেলার  সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে মাদক দ্রব্য গুলো আটক করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top