সকল মেনু

সিলেটে মুগ্ধ ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ২৫ ডিসেম্বর : চা-বাগানের ছোট-বড় টিলাঘেঁষা সিলেট বিভাগীয় স্টেডিয়াম। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সংস্কারকাজে হাত দেয় ক্রিকেট বোর্ড। সঙ্গে ছিল সরকারের পৃষ্ঠপোষকতা।

প্রায় ১০০ কোটি টাকার কাজ করা হয়েছে সিলেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের নকশা-ই প্রায় পাল্টে দিয়েছে ক্রিকেট বোর্ড। যে কারণে ক্রিকেটারসহ গোটা বোর্ড কর্তারাও খুশি।

এমনিতেই সিলেটের নয়ন জোড়ানো প্রাকৃতিক দৃশ্য, তার ওপর সুন্দর নতুন স্টেডিয়াম। দুই মিলে মুগ্ধ করে রেখেছে ক্রিকেটার ও বাইরে থকে আসা অতিথিদের।

প্রথমবারের মতো সিলেট স্টেডিয়ামে খেলতে এসেছে জাতীয় দলের ক্রিকেটাররা। খেলতে এসেই সিলেটের প্রেমে পড়ে গেছেন তারা। টাইগার দলপতি মুশফিক, হার্ডহিটার তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সিলেটের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ‘সিলেট চমৎকার জায়গা। নতুন এই মাঠটা খুবই সুন্দর। পিচ, আউটফিল্ডও ভালো। আর দর্শকদের কথাতো সম্পূর্ণ আলাদা। ঘরোয়া ম্যাচেও এতো দর্শক আশা করিনি। ক্রিকেটের প্রতি তাদের এই ভালোবাসা অসাধারণ।’

আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আসা টাইগার দলপতি মুশফিক বলেছেন, ‘দেশের বিভিন্ন মাঠে আমরা খেলেছি। কিন্তু সিলেটের মতো দর্শকদের উচ্ছ্বাস আর কোথাও দেখিনি। গ্যালারিভর্তি দর্শক ও তাদের উচ্ছ্বাস আমাদেরকে অভিভূত করেছে।’

অন্যদিকে হার্ডহিটার তামিম ইকবাল সিলেট স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে সুন্দর ভেন্যুর মর্যাদা দিয়ে বলেন, ‘চা-বাগানের পাশে এমন স্টেডিয়াম পাওয়াটা অসাধারণ। তার সঙ্গে পাহাড়ি এলাকা। এক কথায় চমৎকার। এই মাঠে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাই। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top