সকল মেনু

ঝিনাইহহের কোটচাঁদপুরে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ আন্ত:জেলা ডাকাতদলের চার সদস্য আটক

সিরাজুল ইসলাম মল্লিক ,ঝিনাইদহ:  মাছসহ গাড়ী ছিনতাইকালে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্য থানা পুলিশের হাতে নাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কালিগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর বারমাসা ব্রীজ নামক স্থানে। পুলিশ ও মৎস্য ব্যবসায়ীরা জানায় কোটচাঁদপুর পার্শ্ববর্তী মহেশপুর থানার নেপা বাওড় থেকে মাছ ক্রয় করে ওই একই থানার একাশি পাড়ার জহিরের আলম সাধুতে বারমাসা ব্রীজ নামক স্থানে পৌছানোর সাথে সাথে ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের পথরোধ করে মৎস্য ব্যবসায়ী খোকন, সরজিৎ, ভবনন্দ এবং রিপনের কাছ থেকে মোবাইল, নগদ টাকা এবং মাছ লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মৎস্য ব্যবসায়ীদের আর্ত চিৎকারে টহলরত এসআই জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে থানা ইনচার্জ শাজাহান আলীর নির্দেশে তাৎক্ষনিকভাবে ধাওয়া করে ডাকাতদলের চার সদস্যকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ধৃত ডাকাত দলের সদস্যরা হলেন কোটচাঁদপুরের মেইন বাস্ট্যা- এলাকার ডিএসবি তালিকাভুক্ত সন্ত্রাসী পূর্ব বাংলা জনযুদ্ধের ক্যাডার কাদের ওরফে সজিবের ছেলে মাছুম(২২), মহেশপুরের জলিলপুরের আব্দুর রহমানের ছেলে আক্তারুজ্জামান(৩৩), কোটচাঁদপুরের রুদ্রপুরের মৃত আব্দুল মজিদে ছেলে রিপন হোসেন (২৪), মহেশপুরের বজ্রাপুরের তৈয়ব আলী সরদারের পুত্র হানিফ (২০)। এ ব্যাপারে মহেশপুর থানা ইনচার্জ আকরাম হোসেন জানান ধৃত ডাকাতদলের অন্যতম সদস্য আক্তারুজ্জামানের নামে এ থানায় খুন, ডাকাতি সহ ছয়টি মামলা রয়েছে। অপরদিকে কোটচাঁদপুর থানা পুলিশ জানায় ধৃত ডাকাত সদস্য মাছুমের বিরুদ্ধেও অত্র থানায় ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top