সকল মেনু

কংগ্রেসের সমর্থন; দিল্লিতে সরকারে আম আদমি পার্টি

 নিজস্ব প্রতিবেদক, কলকাতা, ২৩ ডিসেম্বর:  ভারতের রাজধানী রাজ্য দিল্লিতে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ছে আম আদমি পার্টি ৷ মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সকালে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে পার্টির পক্ষ থেকে। এদিকে দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙ্গের সঙ্গে  দেখা করেন  কেজরিওয়াল৷ উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর  কেজরিওয়াল দাবি করেছেন, আপ-এর চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তিনি৷ রাষ্ট্রপতি ভবন থেকে সবুজ সঙ্কেত এলেই ঠিক হবে শপথের দিনক্ষণ ৷ কেজরিওয়াল জানিয়েছেন, রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠান করার ব্যাপারে তাদের আবেদন মেনে নিয়েছেন উপরাজ্যপাল৷জনমতের ভিত্তিতেই সরকার গঠনের এই সিদ্ধান্ত নিয়েছে আপ৷ জনমতের ৭৪ শতাংশই দিল্লিতে সরকার গড়ার পক্ষে, এমনই দাবি আপ-এর৷ শপথগ্রহণ অনুষ্ঠান হবে রামলীলা ময়দানে। এসএমএস এবং ইন্টারনেটের মাধ্যমে জনমত চেয়েছিল আপ। দিল্লির ৭৪ শতাংশ মানুষ আপ-এর সরকার গড়ার পক্ষে ভোট দিয়েছে, এমনই দাবি আপ-এর। দিল্লিতে ২৮০টি জনসভার আয়োজন করা হয়েছিল। এরমধ্যে ২৫৭টি জনসভাতেও সরকার গড়ার পক্ষে রায় আসে। তবে আপ-কে শর্তসাপেক্ষে সমর্থন করেছে কংগ্রেস। জানিয়েছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী হর্ষবর্ধন বলেন, নীতিভ্রষ্ট হয়েই আম আদমী পার্টি দিল্লির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসের সমর্থনে সরকার গড়ছে তারা ৷ তিনি আরও বলেন, কংগ্রেসের বি-টিম আম আদমি পার্টি।‘তবুও রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীকে আমাদেও শুভেচ্ছা রইল। সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আপ সরকারকে সমর্থন করবে কংগ্রেস জানিয়ে বলেন, নি:শর্ত সমর্থন নয়, সমর্থন হবে ইস্যুভিত্তিক। তবে আপের সঙ্গে দিল্লিতে সরকারে যোগ দেবে না কংগ্রেস। তিনি আরও বলেন, আপের প্রাক নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবসম্মত নয় । অন্যদিকে আন্না হাজারে-অরবিন্দ কেজরিওয়াল গুরু-শিষ্য বিবাদ ফের প্রকাশ্যে৷  শিষ্য দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দোরগোড়ায়৷কিন্তু তাঁর বিষয়ে   কোনো কথা বলতেই নারাজ তার এককালীন গুরু আন্না হাজারে৷ সোমবার মহারাষ্ট্রে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আম আদমি পার্টিকে খোঁচা  মেরে আন্না সাফ বলেন, যা ভালো মনে হবে, ওরা তাই করবে৷ আমি এবিষয়ে কোনও কথা বলতে চাই না৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top