সকল মেনু

বগুড়ায় একুশে টিভিসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর

 জেলা প্রতিবেদক, বগুড়া, ২৩ ডিসেম্বর :  বগুড়ার গোকুল এলাকায় বেসরকারি টেলিভিশন একুশে টিভি’র মাইক্রোবাসসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীরা রাস্তার পাশে গাছ কেটে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

একুশের চোখ অনুষ্ঠানের প্রতিবেদক ইলিয়াস হোসাইন জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে একটি প্রোগাম শেষে ঢাকা ফিরছিলেন তারা।

তিনি আরও জানান, গাড়ি নিয়ে বগুড়ার গোকুল এলাকায় আসা মাত্রই অবরোধকারীরা ইটপাটকেল ছুড়ে মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আরও অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করে তারা।

এ ঘটনায় মোকামতলা ফাঁড়ির ইনচার্জ এসআই সানোয়ার হোসেন  বলেন, ‘রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অবরোধকারীরা চোরা গুপ্তা হামলা এবং রাস্তার উপর গাছে ফেলে রাখার কারণে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অল্প কিছু যানবাহন ভাঙচুরের শিকার হয়েছে বলে জানান তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top