সকল মেনু

আজ অবরোধের তৃতীয় দিন

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৩ ডিসেম্বর :  ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন শুরু হয়েছে সোমবার সকাল থেকে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত।বৃহস্পতিবার বিকেলে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের এ নতুন কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে শুক্রবার সকাল ৬টায় ১৮ দলের চতুর্থ দফার অবরোধ শেষ হয়। ২৫ নভেম্বর ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এ পর্যন্ত ৪ দফায় ১৯ দিন অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। পঞ্চম দফার এ অবরোধের প্রথম ও দ্বিতীয় দিনে দেশজুড়ে বড় ধরনের সহিংসতা না ঘটলেও গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলা করেছে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। এদিকে, অবরোধ চলাকালেও রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। যান চলাচল করছে তুলনামূলক বেশি। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশের সহযোগিতায় বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে দূরপাল্লার পরিবহন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top