সকল মেনু

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ পাঁচ দিনের রিমান্ডে

 আদালত প্রতিবেদক: রাজধানীর রমনা থানায় করা গড়ি ভাংচুরের একটি মামলায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আসামি আবেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। এসময় আসমির আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মহাসিন মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় সুপ্রভাত নামের একটি গাড়িতে আগুন দিলে এক যাত্রী নিহত হন। এ ঘটনার সঙ্গে আসামি আবেদ জড়িত থাকায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। গত শনিবার রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে
গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top