সকল মেনু

সৈয়দপুরে ২ শতাধিক সুটকি মাছ ব্যবসায়ী পথে বসেছেন

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২২ ডিসেম্বর :  নির্দলীয় সরকারের দাবিতে সারাদেশে ১৮ দলের ডাকা টানা হরতাল আর অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৈয়দপুরে প্রায় ২ শতাধিক সুটকি মাছ ব্যবসায়ীরা পথে বসেছেন। চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন বন্দর থেকে এ শহরে সুটকি মাছ আমদানি করতে না পেরে ব্যবসায়ীরা হতাশা হয়ে পড়েছেন। চলমান অবরোধে সুটকি মাছ ব্যবসায়ীদের সাথে আলাপকালে গতকাল তারা তাদের ব্যবসায় ধ্বসের কথা উল্লে খ করেন। শহরের নিয়ামতপুর বাসটার্মিনাল সংলগ্ন সুটকি মাছ আড়তদার রবি সওদাগর জানান, দেশের পাবনা জেলা সদরে তার জন্ম। পিতার অভাবের সংসারে পড়াশোনা করতে না পেরে প্রায় দেড় যুগ আগে তিনি তার অংশের ভিটেমাটি বিক্রি করে ২০ হাজার টাকা নিয়ে চলে আসেন সৈয়দপুরে। এখানে চান্দু নামের এক ব্যবসায়ীর মাধ্যমে সুটকি মাছের ব্যবসা শুরু করেন। প্রথমে খুচরাভাবে সুটকি মাছের ব্যবসা করলেও তিনি গত দেড় যুগ ধরে আড়তে পাইকারিভাবে ব্যবসা করে আসছেন। নিজের চেষ্টায় স্বাবলম্বী হয়ে অভাবি পিতামাতা, ভাই বোনদের সৈয়দপুরে নিয়ে আসার চেষ্টায় তিনি এ ব্যবসার জন্য ব্যাংক ঋণ নিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্ত ১৮ দলের ডাকা লাগাতার হরতাল, অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকায় চট্টগ্রাম, খুলনাসহ দেশের যে কোন বন্দর থেকেও ক্রয়কৃত সুটকি মাছ সৈয়দপুরে আনতে পারছেন না। অবরোধের কারণে একদিকে সুটকি মাছ আমদানি হচ্ছে না, অন্যদিকে পাইকাররা শত কষ্ট করে তারা আড়তে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন। আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যদি এভাবেই অবরোধ চলতে থাকে তাহলে ব্যাংক ঋণে দেউলিয়া হতে পারেন বলে দুঃখ প্রকাশ করেন। অপরদিকে ১৮ দলের লাগাতার অবরোধের কারণে নিয়ামতপুর এলাকার ছোট বড় মিলে প্রায় শতাধিক পাইকারি ও খুচরা সুটকি মাছ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধই করে দিয়েছেন।সুটকি ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন বন্দর থেকে আমদানিকৃত উন্নত সুটকি মাছের চাহিদা রয়েছে দেশের উত্তরাঞ্চলসহ পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে। কিন্ত রাজনৈতিক সহিংসতার কারণে দুঃসময় পার করছেন বলে তারা মতামত ব্যক্ত করেন।মামুন সওদাগর নামের এক বিশিষ্ট ব্যবসায়ী জানান, জনগণের স্বার্থে যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সমঝোতায় না বসেন এবং হিংসা-বিদ্বেষ এর কারণে হরতাল, অবরোধ চলতেই থাকে তাহলে দেশের অর্থনৈতিক বিপর্যয় যেমন ঘটবে, তেমনি ব্যবসায়ীদের পথে বসা ছাড়া উপায় থাকবে না বলে তিনি এ প্রতিবেদকের কাছে মন্তব্য করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top