সকল মেনু

নীলফামারীতে মাঠজুড়ে অপরুপ সৌন্দর্য বিলাচ্ছে সরিষা ফুলের হলুদ সমারোহ

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২২ ডিসেম্বর: নীলফামারী জেলার প্রায় সর্বত্র মাঠে মাঠে এখন অপরুপ সৌন্দর্য বিলাচ্ছে সরিষা ফুলের হলুদ সমারোহ। হেমন্তের শিশির ঝরা ফুলের পাঁপড়িতে শীতের সকালে রোদের ঝিলিক আর বাতাসে সরিষা ফুলের সৌরভ ছড়াচ্ছে চারদিকে। এদিকে বোরো বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে। তাদের এখন ব্যস্ততার কমতি নেই। শিশির ঝরা সকাল সরিষা ক্ষেত মাড়িয়ে কাজের সন্ধানে কৃষকদের চলা। সকালে মিষ্টি- মধুর রোদে বসে পিঠা পায়েস খাওয়া এক আলাদা অনুভূতি। এ অঞ্চলে কৃষকদের ঘরে আমন ধান উঠালেও দাম কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। তারপর ধান মাড়াইয়ের সঙ্গে সঙ্গে মহাজনের ঋন পরিশোধ করতে হচ্ছে তাদের। তবুও প্রকৃতির অপরুপ সৌন্দর্যের মধ্যে কৃষকদের মুখে হাসি। সেই সাথে হেমন্তের এই শীতের সকালে মৌমাছির মধ্যেও হাসির বান ডেকেছে। আর মাঠে মাঠে নামিয়েছে মধু সংগ্রহের পালা। আহরণ করছে মধু মৌমাছিদের সাথে সাথে মধু সংগ্রহকারীদের ব্যস্ততা বেড়ে গেছে। অন্যান্য ফসলের মত সরিষা চাষের দিকে জেলার কৃষকরা ঝুঁকে পড়েছে। গত বছরের চেয়ে এবার ভাল ফলন পাবেন বলে তারা আশাবাদী। এবার সরিষা তেলের দামও অনেক বেশি। একের পর এক ফসলে মার খাওয়ায় কৃষকরা কিছুটা  ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পমেয়াদী ফসল হিসাবে সরিষা চাষে তারা ঝুঁকে পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top