সকল মেনু

কৃষি সেবার মান উন্নয়নে মিডিয়া প্রতিনিধিদের সাথে জেলা পর্যায়ের সভা

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে কৃষি সেবার মান উন্নয়নে ও কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনে
মিডিয়া প্রতিনিধিদের সাথে জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। জীবিকা ফুড সিকিউরিটি প্রকল্পের উদ্যেগে রোববার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারন বিভাগের উপ পরিচালক প্রতীপ কুমার মন্ডল। জীবিকার পরিচালক মানিক চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলামগীর, বৈশাখী টিভির প্রতিনিধি লাইলি বেগম, ডেইলি ষ্টার প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, ফুড সিকিউরিটি প্রকল্পের ম্যানেজার পাপন কুমার সরকার, মাঠ সহায়ক মোর্শেদা আক্তার, হাবিবুর রহমান, হিসাব পরিচালক আক্তার মহসিনাসহ বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। এসময় সাংবাদিক ও কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top