সকল মেনু

বগুড়ায় জামায়াতের মহাসড়কে অবরোধ

বগুড়া ব্যুরো অফিস,২২ ডিসেম্বর:  বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে ঢাকা –বগুড়া মহাসড়কে অবরোধ ও সমাবেশ করার সময় শাহজাহানপুর উপজেলা জামায়াতএর নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক খরনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ, শেরপুর ডিগ্রি কলেজের প্রভাষক জামায়াত নেতা গোলাম ইউনুস, মাঝিড়া উচ্চ বিধ্যালয়ের শিক্ষক আব্দুস সোবাহান,সহ ৬৩জনকে আটক করেছে পুলিশ । আজ রোববার দুপুরে বগুড়া ক্যান্টনমেন্ট লাগোয়া মাঝিড়া বন্দর থেকে র‌্যাব পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। র‌্যাব-১২ বগুড়ার কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান ক্যান্টনমেন্ট এলাকায় গাড়ি পোড়ানো,ভাংচুর,মহসড়ক অবরোধের সাথে আটককৃতরা জড়িত । এদের অবরোধে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি চলাচল মাঝে মাঝে বিঘœ ঘটে। ক্যান্টনমেন্টের মত ষ্পর্শকাতর এলাকাতে এরা বারবার বিশৃংখলা সৃষ্টি করে আসছিল। বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক জানান ক্যান্টমেন্ট এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনা সহ নাশকতা মূলক কাজে এরা জড়িত । এরা মূলত  জামায়াত শিবিরের নেতা কর্মী। গ্রেপ্তারকৃত ৬৪ জন এতটায় বেপরওয়া যে মহাসড়কে ফটকী ব্রীজ ভেংগে ফেলার চেষ্টা করেছিল। ভ্রাম্যমান আদালতের পাশাপাশি এদর বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top