সকল মেনু

‘এনসিটিএফ-কন্ঠ’ শিশুদের জন্য বাংলা ওয়েবসাইট

 তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ২২ ডিসেম্বর:  ডিনেট ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ‘ডিজিটাল ফিউচার ফর চাইল্ড রাইটস্ গভর্নেন্স’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় শিশুদের জন্য এনসিটিএফ-কন্ঠ নামে একটি ওয়েবসাইট যাত্রা শুরু করেছে।

ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে  ২১ ডিসেম্বর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে শক্তিশালী করা এবং শিশুদের সমস্যা সমাধানে শিশুদের তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি করাই এর লক্ষ্য।

বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে সহায়তায় করার জন্য প্রকল্পের আওতায় শিশুদের জন্য তৈরী করা হয়েছে এনসিটিএফ-কন্ঠ নামে একটি ভার্চুয়াল জগৎ। যেখান শিশুরা জানাতে পারবে তাদের মনের কথা, সেই সঙ্গে জানতে পারবে তাদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য। হাতে আঁকা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবে নিজেদেরকে, পড়তে পারবে বিভিন্ন মজাদার কমিকস। তাছাড়াও এখানে শিশুরা বিভিন্ন বিষয়ে নিজেদের মাঝে সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারবে।

ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন  চাইল্ড রাইটস্ গভর্নেন্স ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের পরিচালক বিরগিত লুন্ডব্যাক, ডিনেটের যুগ্ন পরিচালক অজয় বসুসহ এনসিটিএফ সদস্য, ইচ্ছে মিডিয়ার সদস্য সহ সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এবং ডিনেটের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথি। সবার উপস্থিতি এবং মূল্যবান মতামত আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top