সকল মেনু

গাড়ি ভাঙচুর করতে এলেই গুলি

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২২ ডিসেম্বর: গাড়ি ভাঙচুর করতে এলেই গুলির নির্দেশ দিল পুলিশ। আজ রোববার দুপুরে যানবাহন চলাচল-সংক্রান্ত সমন্বয় সভায় এ নির্দেশ দেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নুরুজ্জামান। রাজধানীতে বিআরটিএ অফিসে অনুষ্ঠিত হয় এই সভা।
আন্তজেলা পরিবহন চলাচল সুষ্ঠু ও নিরাপদ করতে মনিটরিং সেলও গঠন করা হয় এই বৈঠকে। ডিআইজি নুরুজ্জামান আরো বলেন, জায়ামাত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর রয়েছে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে এলে গুলি করা হবে।

রাজধানীর এলেনবাড়ির বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় বৈঠকটি।

অনুষ্ঠান শুরুর আগেই উপস্থিত সাংবাদিকদের সামনেই হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আসাদুজ্জামান ফোনে অধীনস্থ পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top