সকল মেনু

তসলিমার সম্প্রচার স্হগিত ‘দুঃসহবাস’

 কলকাতা প্রতিনিধি, ঢাকা, ২১ ডিসেম্বর:  চাপে পড়ে তসলিমা নাসরিনের ‘দুঃসহবাস’ ধারাবাহিকের সম্প্রচার শুরু করতে পারছে না ভারতের বেসরকারী বাংলা চ্যানেল আকাশ ৮ কর্তৃপক্ষ৷ ‘একটি নির্দিষ্ট কারণে অনির্দিষ্টকালের জন্য দুঃসহবাসের সম্প্রচার বন্ধ রাখা হল বলে বৃহস্পতিবার আকাশ ৮ কর্তৃপক্ষ জানিয়েছে৷

শুধু আকাশ ৮-র জন্যই দুঃসহবাস লিখেছিলেন তসলিমা৷ এই ধারাবাহিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বলে সুর চড়ায় ভারতের সংখ্যালঘু সম্প্রদায় সংগঠন ‘মিল্লি ইত্তেহাদ পরিষদ’৷

ওই ধারাবাহিকের সম্প্রচার রোখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দেয় সংগঠনটি৷ যদিও কলকাতা পুলিশ আগেই ধারাবাহিক সম্প্রচার না করার পরামর্শ দিয়েছিল চ্যানেলকে৷

বৃহস্পতিবার রাত ১০টা থেকে সম্প্রচারের কথা ছিল দুঃসহবাসের৷

এই প্রসঙ্গে দুঃসহবাসের প্রযোজক ঈশিতা সুরানা জানান, তসলিমা নাসরিনের বই কলকাতা শহরে এখনও বিক্রি হয়৷ তা নিষিদ্ধ হয়নি৷

তবে, পশ্চিমবঙ্গ সরকার না চাইলে ‘দুঃসহবাস’ প্রচারিত হবে না বলেও ইঙ্গিত দিয়েছিলেন প্রযোজক৷

বেশ কিছুদিন ধরেই কলকাতা মহানগরীর রাস্তা দুঃসহবাসের হোর্ডিং-এ ছেয়ে গিয়েছিল৷ সেই সঙ্গে তসলিমার লেখার কিছু অংশ- ‘লড়াইটা থাকবেই, যতদিন মেয়েদের প্রতি এই নিপীড়ন ততদিন এই প্রতিবাদ, এই প্রতিবাদ বলে আমরা বেঁচে আছি, বেঁচে থাকব৷’

গত সপ্তাহে, দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুঃসহবাস সম্পর্কে তসলিমা বলেন, “আমি আকাশ ৮ চ্যানেল কর্তৃপক্ষ এবং অশোক সুরানার কাছে কৃতজ্ঞ৷ তারা এত বছর পর আমাকে আবার কলকাতায় ফিরিয়ে এনেছেন৷ একজন লেখিকা তাঁর লেখার মধ্যে দিয়েই বেঁচে থাকেন৷ আমার কাজ যদি প্রকাশিত এবং প্রচারিত হয়, তবে আমি কলকাতাবাসীর মনের মধ্যে বেঁচে থাকব৷ আমার শারীরিক উপস্থিতির কোনো প্রয়োজন নেই৷”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top