সকল মেনু

শহীদ মিনারে শ্রদ্ধায় সিক্ত খালেদ খান

 বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২১ ডিসেম্বর:  সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশিষ্ট অভিনয়শিল্পী ও নির্দেশক খালেদ খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। আজ শনিবার বেলা পৌণে ১১টায় মরদেহ আনা হয়।  তাকে শ্রদ্ধা জানাতে ও শেষ বারের মতো দেখতে শহীদ মিনারে যান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হাছান ইমাম, গোলাম কুদ্দুস, ফকির আলমগীরসহ  নাট্যব্যক্তিত্ব ও অসংখ্য ভক্ত অনুরাগীরা ।জাপান-বাংলাদেশ ফেন্ডশিপ হাসপাতালের লাশবাহী গাড়িতে করে মরহুমকে শহীদ মিনারে আনা হয়। বৃহস্পতিবার রাত ৮টায় বারডেম হাসপাতালে মারা যান খালেদ খান। এর আগে টানা তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। খালেদ খানের মরদেহ সকাল পর্যন্ত বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। সকাল নয়টায় ধানমন্ডির ৪ নম্বরের (পুরোনো) বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সকাল ১০টায় তার কর্মস্থল ইউল্যাব ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। ইউল্যাবের আনুষ্ঠানিকতা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। ঢাকায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এই অভিনেতাকে নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলের মির্জাপুর থানার মসদই গ্রামে। সেখানে বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top