সকল মেনু

সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা দেয়ার আহবান; আবদুল মমিন টুলু

 ভোলা প্রতিনিধি : ভোলায় মোহনা ডায়াগনষ্টিক সেন্টারের  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আবদুল মোমিন টুলু বলেছেন, ভোলার স্বাস্থ্য সেবায় সকলকে আন্তরিক হওয়া দরকার। ডায়াগনষ্টিক সেন্টার মালিক এবং ডাক্তারা সেবার মানসিকতা নিয়ে চিকিৎসা সেবা দিতে পারলে ভোলার স্বাস্থ্য সেবা জাতীয় মানের হওয়া সম্ভব। এ ক্ষেত্রে ভোলার কৃতি সন্তান সরকারের মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ আগামীতে পূর্ণ মন্ত্রী হলে অবশ্যই ভোলায় সকল প্রকারের ডাক্তার নিয়োগ হরে। গতকাল তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দৌলতখান উপজেলা চেয়ারম্যান ও মোহনা ডায়াগনষ্টিক সেন্টারের উপদেষ্টা মামুনুর রশিদ বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফখরুল আলম পাশা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন ডেপুটি ডাইরেক্টর ডাঃ আবদুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ওবায়েদুর রহমান শাজাহান, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম, দৌলতখার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহে আলম, জেলা ডায়াগনেষ্টিক মালিক সমিতির যুগ্ম আহবায়ক ও ভোলা ডায়াগনষ্টিক সেন্টারের সত্ত্বাধিকারী এম হাফিজুর রহমান। অনুষ্ঠানে ডায়াগনষ্টিটিকের লক্ষ-উদ্দেশ্য তুলে ধরে উদ্বোধনী বক্তব্য রাখেন মোহনা ডায়াগনষ্টি সেন্টারের পরিচালক মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন মোঃ হারুন অর রশিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top