সকল মেনু

নীলফামারী-৪ আসনে জাপার শওকত চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২০ ডিসেম্বর: নীলফামারীর চারটি সংসদীয় আসনের দুটিতে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন নীলফামারী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও নীলফামারী-৪ ( সৈয়দপুর- কিশোরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শওকত চৌধুরী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সাবেক এমপি কর্ণেল (অব:) মারুফ সাকলান। তিনি দলীয় নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করেন। এর ফলে এই আসনে আর কোন প্রার্থী না থাকায় আলহাজ্ব শওকত চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন। নির্বাচিত হলেও স্থানীয় জাতীয় পার্টি বা খোদ শওকত চৌধুরীর পক্ষ থেকে তেমন কোন উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। বরং অবস্থা দেখে মনে হচ্ছে এক ধরণের সংশয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top