সকল মেনু

সমকামিতার রায় ভারতে পুনর্বিবেচনা

 নিজস্ব প্রতিবেদক,কলকাতা, ২০ ডিসেম্বর:  সমকামিতা নিয়ে রায় পুনর্বিবেচনা করা হোক৷ এই আবেদন জানিয়ে সুপ্রিম কোটের দ্বারস্থ হল ভারতের কেন্দ্রীয় সরকার। গত ১১ তারিখ সমকামিতা নিয়ে দিল্লি হাইকোটের রায় খারিজ করে দেয় দেশটির সর্বোচ্চ আদালত৷ সমকামিতাকে অপরাধ বলে গণ্য করে বিচারপতি জিএস।

সিঙভি জানান, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা নস্যাত্ করা যাবে না৷ তবে, সরকার চাইলে, এই আইনের বদল আনতে পারে৷ এরপরই দেশজুড়ে আন্দোলন শুরু করেন সমকামীরা৷ আন্দোলনরতদের দাবির পক্ষে সওয়াল করেন সনিয়া গাঁধী ওস রাহুল গাঁধী৷ যদিও, সমকামিতাকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলেই মনে করে বিজেপি৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top