সকল মেনু

চুয়াডাঙ্গায় মায়ের মামলায় দু‘ছেলে ও এক নাতি কারাগারে

 চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৯.১২.১৩):  মায়ের দায়ের করা মামলায় কারাগারে যেতে হলো দু‘ছেলে ও নাতিকে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা আমলী আদালতের (আলমডাঙ্গা) বিচারক আব্দুল হালিম তিন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো আদেশ দেন। আসামিরা হলো, আলমডাঙ্গার হাকিমপুর গ্রামের মৃত কিতাব উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৫) ও মোফাজ্জেল হোসেন (৫০) এবং নাতিছেলে মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রশিদ (২২)। মামলার বিবরণে জানা গেছে, বয়স্কভাতার টাকা তুলে দেওয়ার কথা বলে আসামি আসামি মকবুল হোসেন ও মোফাজ্জেল হোসেন তাদের মা সাজিরন নেছাকে (৮০) আলমডাঙ্গা রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায়। তারপর বয়স্কভাতার কাগজে সাক্ষর নেওয়ার কথা বলে মায়ের নামীয় প্রায় এক বিঘা জমি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে  নেয়। বিষয়টি জানাজানি হলে মা সাজিরন নেছা মামলা দায়ের করেন তার দু ছেলে ও নাতির বিরুদ্ধে। এ মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসর্ম্পন করে জামিনের আবেদন করে তিন আসামি। আদালতের বিচারক বাদী ও আসামিপক্ষের বক্তব্য শুনে আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top