সকল মেনু

তারা জাতিকে ভুল তথ্য দিচ্ছেন: আইএসপিআর

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ ডিসেম্বর: আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়নি। সেখানে শীতকালীন মহড়া দিচ্ছেন সেনা সদস্যরা। এ কারণে কয়েকটি টহল গাড়ি দেখা গেছে। যেসব গণমাধ্যম সেনা মোতায়েনের সংবাদ প্রকাশ করেছে- তারা জাতিকে ভুল তথ্য দিচ্ছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ কথাগুলো বলেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম।
সাতক্ষীরায় সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, বিভিন্নস্থানে সেনা সদস্যদের শীতকালীন মহড়া চলছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় সেনা সদস্যরা গেছেন। বিভিন্ন স্থানে সেনা সদস্যদের যানবাহন চলাচল করছে। এটা নিরাপত্তার দায়িত্বের কোনো টহল নয়। আইএসপিআরের পরিচালক বলেন, এ সংবাদ প্রকাশের আগে সেনাসদস্য বা আইএসপিআরের কারো সঙ্গে গণমাধ্যম কর্মীদের আলাচনা হয়নি। তারা নিজেদের ধারণা থেকে সংবাদ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top