সকল মেনু

পালিয়ে জীবন রক্ষা করল বোয়ালমারীর অপহৃত সেই শিক্ষক

 লিটু সিকদার, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর এলাকার ছোলনা গ্রামের অপহৃত সেই স্কুল শিক্ষক পালিয়ে জীবন রক্ষা করেছেন। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে দুর্বৃত্ত কর্তৃক অপহৃত হন। ওই স্কুল শিক্ষক (অব) মো. শওকত হোসেন মিয়া বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার চাচাতো ভাই। মো. শওকত হোসেন সম্প্রতি স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমি নামক উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ঘটনার দিন তিনি অবসর ভাতার ৬ লক্ষ ১১ হাজার টাকার চেক অগ্রণী ব্যাংকের বোয়ালমারী শাখায় জমা দেন। পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারণা করে ওই শিক্ষক উল্লিখিত টাকা উত্তোলন করেছেন। ওই দিন সন্ধ্যা ৭ টার দিকে র‌্যাবের পোশাক পরিহিত ৪ জন এবং সাদা পোশাকে ৩ জন মো. শওকত হোসেনের বাড়িতে হেরোইন আছে অজুহাতে বাড়ি তল্লাশী করতে চায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন আলমারি থেকে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৩ হাজার টাকা হাতিয়ে নেয়। র‌্যাবের কার্যালয়ে নেয়ার নাম করে ওই শিক্ষককে গাড়িতে তুলে নেয় এবং ওই ৬ লক্ষ টাকার সন্ধান চায়। এরপর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা নামক স্থানের নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং ২০ লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে তিনি দৌড়ে কর্দমাক্ত মাঠের মধ্য দিয়ে প্রায় আড়াই কিলোমিটার দৌড়ে নিজের জীবন বাঁচান। পরে গ্রামবাসী, মুকসুদপুর ও কাশিয়ানী থানা পুলিশ এবং বোয়ালমারী উপজেলা চেয়ারম্যানের সহায়তায় তিনি বাড়ি ফিরতে সচেষ্ট হন। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top