সকল মেনু

ভারত দেবযানীকে যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘে পাঠাচ্ছে

 নিজস্ব প্রতিবেদক, কলকাতা, ১৮ ডিসেম্বর :  ভারতের স্থায়ী সদস্য হিসেবে দেবযানীকে জাতিসংঘে পাঠাচ্ছে ভারত। এর ফলে সব কূটনৈতিক রক্ষাকবচ পাবেন তিনি।

বুধবার নিউ ইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় উত্তাল হয়ে ওঠে ভারতের লোকসভা ও রাজ্যসভা।

লোকসভা এবং রাজ্য সভায় উপস্থিত সব সাংসদের এই বিষয়ে উদ্বেগ ও চিন্তা দেখে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সলমন খুরশিদ সবাইকে আশ্বস্ত করে বলেন যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা চলছে। তিনি সব রকম চেষ্টা চালাচ্ছেন, যাতে সসম্মানে দেবযানীকে দেশে ফিরিয়ে আনা যায়।

তিনি এও বলেন যে, এই কাজে যদি তিনি সাফল্য না পান, তাহলে আর কোনো দিন সংসদে ফিরবেন না।

সলমন খুরশিদ আরও বলেন, দেবযানী চক্রান্তের শিকার হয়েছেন। কোনো রকম বেআইনি কাজ তিনি করেননি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘খুবই নিন্দাজনক ঘটনা এটি।’

বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী বলেন, ‘দেবযানী দলিত বলেই কি দেরিতে উদ্যোগ নিল ভারত সরকার।’ বিজেপি নেতা অরুণ জেটলি ভারতের বিদেশনীতি পর্যালোচনার দাবি তুলেছেন ৷

ভারতের নরম মনোভাবেই যুক্তরাষ্ট্রের দাদাগিরির কারণ, মন্তব্য সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top