সকল মেনু

ধোনীর নাম রেকর্ডের পাতায়

 স্পোর্টস ডেস্ক, ঢাকা, ১৮ ডিসেম্বর: রেকর্ডের পাতায় নাম ওঠালেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। প্রথম ভারতীয় হিসেবে ভারতকে পঞ্চাশতম টেস্ট ক্রিটেটের নেতৃত্ব দিলেন ধোনী।

নিজ দেশের হয়ে পঞ্চাশ টেস্টে নেতৃত্ব দেয়া ভারতের প্রথম, এশিয়ার দ্বিতীয় এবং সমগ্র বিশ্বের চতুর্দশ অধিনায়ক ধোনী।

দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্সে স্বাগতিকদের বিপক্ষে ভারতের মধ্যে প্রথম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ধোনী। এর আগের ৪৯ টেস্টে ধোনী ২৬টিতে জয়ী এবং ১২টিতে পরাজিত হয়েছেন। আর ড্র করেছেন ১১টি।

এশিয়ার অধিনায়কদের মধ্যে ধোনীর থেকে মাত্র ৬ টেস্ট এগিয়ে আছেন শ্রীলংকার সাবেক অধিনায় অর্জুনা রানাতুঙ্গা (৫৬)। এছাড়া ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), মার্ক টেইলর (অস্ট্রেলিয়া) এবং এন্ড্রু স্ট্রস (ইংল্যান্ড)  ৫০ টেস্ট  নেতৃত্ব দিয়েছেন।

ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনী খেলেছেন ৫০ টেস্ট, সৌরভ গাঙ্গুলি ৪৯, সুনিল গাভাস্কার ও মোহাম্মদ আজহারউদ্দিন ৪৭, মনসুর আলী খান পাতৌদি ৪০, কপিল দেব ৩৪, শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় ২৫ এবং বিষেন সিং বেদি ২২টি ম্যাচ খেলেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top