সকল মেনু

ট্রফি প্রদর্শনীর ভেন্যু পরিবর্তন বিশ্বকাপ ফুটবলের

 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ১৭ ডিসেম্বর: বিশ্বকাপের সোনার ট্রফি এখন ঢাকায়। আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বকাপের ট্রফিটি ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বকাপের ট্রফিটি গ্রহণ করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামীকাল ও পরশু বিশ্বকাপ ট্রফি প্রদশর্নীর কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এজন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম ট্রফিটি গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিল। শেষ মুহূর্তে প্রস্তুতির নানা আয়োজনে ব্যতিব্যস্ত হয়ে উঠছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। কিন্তু নিরাপত্তার অভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে হোটেল র‌্যাডিসনে ট্রফি প্রদর্শন করা হবে। আয়োজক কোকাকোলা ও ট্রফির সঙ্গে আগত ফিফার কর্মকর্তাদের দাবির ভিত্তিতে ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা শেখ ফয়সাল।    একসঙ্গে ১৫ হাজার দর্শক হোটেল র‌্যাডিসনে দেখতে পারবেন ট্রফিটি। যার মধ্যে স্কুলের ছাত্রছাত্রী, এতিম, পথশিশু, কোকাকোলার প্রমোশন ক্যাম্পেইনের মাধ্যমে ৯ হাজার এবং বাফুফে ও মিডিয়া কর্মীদের জন্য ৬ হাজার টিকিট বরাদ্দ। বাইরে কোনো টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২৬৭ দিনে ৮৯টি দেশ পরিভ্রমণ করবে এই বিশ্বকাপ ট্রফি। আনুষ্ঠানিক ভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। ভ্রমণ শেষে ট্রফিটি চলে যাবে ব্রাজিলে। সেখানেই সমাপ্তি হবে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top