সকল মেনু

মৌলভীবাজারে ৪.৩১ মিনিটে সমবেত জাতীয় সংগীত

 মৌলভীবাজার প্রতিনিধি: পাক বাহিনীর আতœসমর্পনের মহেন্দ্রক্ষন স্মরনে বিজয় দিবসে বিকেল ৪.৩১ মিনিটে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাইলো মৌলভীবাজারের হাজারো জনতা। বিজয় দিবসে বিকেল ৪.৩১ মিনিট বাজতেই মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে গনজাগরণ মঞ্চের বিজয় মঞ্চে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে উঠেন হাজারো জনতা। হাজারো কন্ঠে জাতীয় সঙ্গীতের দ্যোতনা মূহর্মূহ জানান দেয় বাকী সব যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর কথা। বিভিন্ন বয়স-শ্রেনী-পেশার হাজারো কন্ঠ মিশে একাকার হয় বিজয়ের চেতনায়। এরপর সেখান থেকে বিশাল একটি পতাকাবাহী বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়। এর আগে উৎসবের উদ্বোধন করেন বিজয় উৎসব উদযাপন পরিষদ জাতীয় কমিটির উপদেষ্টা (মৌলভীবাজার) সাইয়্যীদ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী ও গনজাগরণ মঞ্চের আহ্বায়ক নাসির জামান। এর আগে গনজাগরন মঞ্চের আয়োজনে বিজয় মঞ্চে বিকেল ৩টা থেকে জাগরনী সংগীত পরিবেশন করে উদিচি, অরণী, চারন, সাংস্কৃতিক ইউনিয়ন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top