সকল মেনু

স্বাধীনতার গান:স.ম. শামসুল আলম

স.ম. শামসুল আলম,১৬ডিসেম্বর,ঢাকা:
হেসে ওঠে বনবনানী
বাঁশের পাতার শনশনানি
কাঁটালতায় জড়িয়ে থাকে গাছ
ফুলে-ফলে প্রজাপতির নাচ
এমন  শোভা বিলিয়ে দিতে বনটা পেরেশান
আমার দেশের পাখিরা গায় স্বাধীনতার গান।

ছল ছল ছল জলের ধারা
যেমন ঝরনাতলের ধারা
বইছে নদী নিজের ধারায় ওই
মাছ খলবল হেসে ফোটায় খই
কূলে বসেই শুনতে পারি নদীর কলতান
আমার দেশের মাঝির মুখে স্বাধীনতার গান।

মৃদু বাতাস ঝিরঝিরিয়ে
দোলায় ফসল তিরতিরিয়ে
ছড়িয়ে পড়ে সেই ফসলের ঘ্রাণ
খুশির বানে প্রকৃতি পায় প্রাণ
সারা মাঠে ব্যাপক সাড়া গন্ধ অফুরান
আমার দেশের চাষীর ঠোঁটে স্বাধীনতার গান।

এই গানে কেউ তুলতে পারো সুর?
চোখের জলে কত মায়ের বুকটা সমুদ্দুর
স্বাধীনতার আনতে গিয়ে লক্ষ বলিদান
আমার দেশের মায়ের বুকে স্বাধীনতার গান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top