সকল মেনু

বিজয়ের দিনে পথ চলা শুরু

স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ১৬ ডিসেম্বর: ১৯৭১ সালে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ পায় তার স্বার্বভৌমত্ব। আজ ১৬ ডিসেম্বর। ক্যালেন্ডারের পাতায় এ তারিখটি বাংলাদেশের বিজয়ের দিন।মহান বিজয় দিবস আজ। ১৯৯২ সালের ঠিক এদিন খুলনায় জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার আনামুল হক বিজয়। ২২ বছরে পা দিলেন উদীয়মান এই তারকা। ১৬ ডিসেম্বর জন্ম বলেই তার শিক্ষক তাকে বিজয় নাম দিয়েছিলেন। এরপর থেকে বিজয় নামেই সবার কাছে পরিচিতি হয়ে ওঠে আনামুল হক। ক্রিকেট পাগল আনামুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১২ সালের ৩০ নভেম্বর । নিজের হোম গ্রাউন্ড খুলনায় অভিষেক হয় তার। প্রথম ম্যাচে ৪১ রানের ঝকঝকে ইনিংস খেলেন খুলনার এই তারকা। অবশ্য নিজের প্রতিভা দেখানোর জন্যে বেশি দিনের প্রয়োজন হয়নি তার। অপেক্ষা করতে হয়নি বিজয়ের। বিজয়ের মাসের দ্বিতীয় দিনে আনামুল শতক হাকান ক্যারিবীয়দের বিপক্ষে। ১২০ রান করেন তিনি। হয়ে যান ম্যাচ সেরাও। এরপর থেকে জাতীয় দলে তার পথ চলা শুরু। এখন পর্যন্ত  নয় ওয়ানডে খেলে ৩২.৬২ গড়ে আনামুলের রান ২৬১। ওয়ানডে অভিষেক হওয়ার পর খুব দ্রুত লাফ দেন টেস্টে। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের হাত থেকে টেস্ট ক্যাপ নেন আনামুল। যদিও তিন টেস্টে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। তবুও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন আনামুল হক বিজয়। এদিকে ক্রিকেট পাগল এই ক্রিকেটার নিজের জন্মদিনের দিনও ব্যাট-প্যাড নিয়ে মাঠে নেমেছেন। সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি স্টেডিয়ামে শহীদ জুয়েল একাদশের হয়ে প্রীতি ম্যাচে খেলছেন তিনি। মাঠেই জন্মদিনের দিনটি সতীর্থদের সঙ্গে পার করলেন এই ক্রিকেটার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top